প্রজেক্ট এ অংশগ্রহণ বিষয়ক তথ্য

Child Abuse Detection: Development Project

অ্যানিমা – কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং এমিলি সাগল রিসার্চ সেন্টার, ইউনিভার্সিটি অফ হাইফা, ইজরায়েল এর মিলিত প্রচেষ্টায় একটি কম্পিউটার চালিত আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম প্রস্তুত করা হচ্ছে, যার উদ্দেশ্য হল – নিজের আঁকা নিজের ছবি বা self-figure drawing এর মাধ্যমে শিশু নির্যাতন কে চিহ্নিত করা।

বর্তমান যুগে শিশু নির্যাতন একটি বিশ্বব্যাপী সমস্যা, যার খুব গভীর ও দীর্ঘমেয়াদী প্রভাব লক্ষ করা যায় । যেগুলির মধ্যে অন্যতম হল অবসাদ, উদ্বেগ, নেশাগ্রস্ত অবস্থা, নিজেকে শারীরিক ভাবে আঘাত করা, এবং অন্যান্য দীর্ঘমেয়াদী মানসিক অসুস্থ্যতা ইত্যাদি। শিশু নির্যাতনের শিকার ব্যাক্তি অনেকসময় তার অভিজ্ঞ্যতার কথা কারোর কাছে প্রকাশ করতে চান না যার ফলে তারা অনেকসময় যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হন। বেশীরভাগ সময়, পেশাদারি নির্যাতন নির্ণায়ক যন্ত্র, শিশু নির্যাতন সঠিকভাবে নির্নয় করতে পারে না। আমাদের উদ্দেশ্য হল অংশগ্রহণকারীদের সহযোগীতার মাধ্যমে এমন একটি পদ্ধতির নির্মাণ করা যা অনাক্রমনাত্তক (অর্থাৎ, এই পদ্ধতির ব্যবহার শরীরে কোথাও কোন ক্ষত সৃষ্টি করবে না) এবং যথার্থ ভাবে শিশু নির্যাতন কে চিহ্নিত করতে পারবে। এই নির্নায়ক পদ্ধতির থেকে প্রাপ্ত ফলাফল চিকিৎসকদের শিশু নির্যাতন এর জন্য নির্দিষ্ট এবং যথাযথ চিকিৎসা ও পরিষেবা দিতে পারবে। আরও বেশী নির্দিষ্ট, যথার্থ, এবং সংক্ষিপ্ত সফটওয়ার তৈরির মাধ্যমে আমরা আশা করি, আমরা নির্যাতনের শিকার শিশুকে সাহায্য করতে পারব এবং চিকিৎসকদের কেও সাহায্য করতে পারব। এই উদ্দেশ্যে আমরা আপনার সাহায্য আশা করি, আপনার বা আপনার সন্তানের (চার বছরের উপরে) নিজের আঁকা নিজের ছবি আমাদের সিস্টেমে আপলোড করে আমাদের সাহায্য করুন। আপনার দেওয়া সব তথ্যই গোপন রাখা হবে, নাম প্রকাশ করা হবেনা, এবং এই তথ্য শুধুমাত্র রিসার্চের কাজে ব্যবহার করা হবে।

ধন্যবাদ, আপনার সময় ও অংশগ্রহণ এর জন্য।
কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করুনঃ
প্রফেসর র‍্যাচেল লেভ-উইজেল rlev@univ.haifa.ac.il.

শিশু নির্যাতনের শিকার যারা, চিকিৎসক সম্প্রদায়, এবং গবেষক সকলের কাছে এই সফটওয়ারটি গড়ে তোলার যথার্থ প্রয়োজন আছে, যা কখনই এড়িয়ে যাওয়ার নয়। আপনার এই স্বেচ্ছায় অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই, এবং মনে করি যে আপনাদের স্বেচ্ছাসেবা ছাড়া আমাদের উক্ত লক্ষে পৌঁছানো একপ্রকার অসম্ভব। আপনার অংশগ্রহন এক্ষেত্রে স্বেচ্ছাকৃত। এই কাজে অংশগ্রহন একেবারেই আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। আপনি এতে অংশ নিতে চাইলে, আপনাকে একটি সম্মতিপত্রে সই করতে বলা হবে। সম্মতিপত্রে সই করার পরও আপনি যেকোনো সময়ে, কোন কারণ না দেখিয়েই কাজটি ছেড়ে যেতে পারেন। আপনার এই কাজে অংশ না নেওয়া কখনই আপনার সাথে গবেষকের কোনো পেশাদারি সম্পর্কে ছাপ ফেলবে না।

সম্পূর্ন কাজটির শেষে আপনি একটি বিশেষ ইউজারনেম এবং গোপন কোড পাবেন (পিনকোড)। আপনার আঁকাটির উপর ভিত্তি করে প্রাপ্ত ফলাফল এই এলোমেলো ইউজারনেম এবং গোপন কোডটির সাহায্যেই আপনি দেখতে পাবেন। যত বেশী ড্রইং আপনি আমাদের পাঠাবেন, ততই আমাদের এই সফটওয়ার বা পদ্ধতিটি তার সূক্ষ্মতার দিকে এগোবে। এটা জোর দিয়ে বলা হচ্ছে যে, এর থেকে প্রাপ্ত ফলাফল কখনই একজন অনুমদিত পেশাদার চিকিৎসক এর মতামতের সমকক্ষ নয়, এবং/অথবা পরিপূরক নয়।

১। এই পিন্‌কোডটি কে সজত্নে রক্ষন করুন, কারন এটি ছাড়া আমরা প্রাপ্ত ফলাফল কখনই দেখাতে সক্ষম হব না। (আমরা এই পিন্‌কোডটি রক্ষণ করিনা।)
২। এই রিসার্চ থেকে প্রাপ্ত ফলাফল আমাদের ডাটাবেস এ রক্ষিত থাকবে, এবং একমাত্র গবেষণাকারী দলই তা দেখতে পাবে। জমা

প্রফেসর র‍্যাচেল লেভ-উইজেল rlev@univ.haifa.ac.il.

www.anima-ey.com / info@anima-ey.com
Professor Rachel Lev-Wiesel, rlev@univ.haifa.ac.il